শেখ সমশের আলী,পীরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি: আগামীকাল ৩ ডিসেম্বর। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে হানাদারদের কবল থেকে মুক্ত হয় পীরগঞ্জ।
মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল সকাল ১০ টায় মুক্তির শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও পীরগঞ্জ প্রেস ক্লাব দিনটি পালন করে আসছিল।
বীর মুক্তিযোদ্ধারা জানান, ৩০ নভেম্বর মিত্রবাহিনীকে রুখতে ঠাকুরগাঁওয়ের ভুল্লি সেতু উড়িয়ে দেয় হানাদার বাহিনী।
তারা ঠাকুরগাঁও শহরের সালন্দর এলাকার পথে পথে মাইন পেতে রাখে। মিত্রবাহিনী ভুল্লি সেতু মেরামত করে ট্যাংক ও ভারী অস্ত্র নিয়ে এগিয়ে আসে।
২ ডিসেম্বর প্রচন্ড গোলাগুলির পর হানাদাররা পিছু হটে। ৩ ডিসেম্বর সকালে মুক্তিবাহিনী ঠাকুরগাঁও শহরে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দেয়। হানাদার মুক্ত হয় পীরগঞ্জ সহ ঠাকুরগাও জেলা।