Type Here to Get Search Results !

আমাদের সম্পর্কে

চিলাহাটি ওয়েব (chilahatiweb.com)
 
ডিজিটাল বাংলাদেশের কল্যাণে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে যে বিপ্লব সাধিত হয়েছে, তারই ধারাবাহিকতায় পাঠকের চাহিদা পূরণের অঙ্গিকার নিয়ে গত ১২ ডিসেম্বর ২০১২ তারিখে সাংবাদিক আসিফ ইমরান কবীর (আপেল বসুনীয়ার) প্রকাশনা ও সম্পাদনায় বাংলাদেশের সর্ব উত্তরাঞ্চলের জেলা নীলফামারীর প্রথম পরিপূর্ণ অনলাইন নিউজ পোর্টাল ‘চিলাহাটি ওয়েব’ যার ওয়েব এ্যাড্রেস https://chilahatiweb.com
এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন সমাজের চিন্তা, তথ্য, মত ও আলোচনা-সমালোচনার অবাধ প্রবাহ। প্রয়োজন নীতিভিত্তিক, জবাবদিহিমূলক ও সর্বোচ্চ মানের পেশাদারি সাংবাদিকতা।
মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ‘চিলাহাটি ওয়েব’একঝাঁক তরুণ ও অভিজ্ঞ সাংবাদিক নিয়ে দেশে ও দেশের বাইরে অসংখ্য বাংলাভাষী পাঠকের কাছে বস্তুনিষ্ঠ খবর পৌঁছে দিচ্ছে। নীতি, আদর্শ, সর্বোচ্চ পেশাদারিত্বকে প্রাধান্য দিয়ে আমরা নিরপেক্ষভাবে প্রকাশ করি সংবাদ।
‘সব খবর সবার আগে’ দেয়ার প্রতিশ্রুতির ধারাবাহিকতায় দিন-রাত ২৪ ঘন্টা নিউজ আপডেট, ফিচার, ছবি, ভিডিও এবং বৈচিত্রময় সংবাদ ও বিশ্লেষণ থাকায় ‘চিলাহাটি ওয়েব’ ইতোমধ্যে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছে। ফেসবুক পেজে লক্ষাধিক পাঠকের সাথে সংযুক্তি, কম্পিউটার-ল্যাপটপ ছাড়াও এ্যাপসের মাধ্যমে সহজে স্মার্টফোনে তরতাজা খবর পড়ার সুযোগ এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার হওয়ায় নিউজ পোর্টালটির প্রতি পাঠকের আগ্রহ দিনকে দিন বাড়ছে।
নীতির প্রশ্নে আমরা আপসহীন। সত্যনিষ্ঠ তথ্য উপস্থাপনই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই। আপনার সহযোগিতা ও সুচিন্তিত মতামত আমাদের অনুপ্রাণিত ও সমৃদ্ধ করবে সব সময়।