নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : সম্প্রতি প্রস্তাবিত চীনের অর্থায়নে ১ হাজার শয্যার প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড়ে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলাবাসীর ব্যানারে শহরের শেরে বাংলা পার্ক এলাকায় এই গণজমায়েত অনুষ্ঠিত হয়। এতে জেলার সর্বস্থরের মানুষ অংগ্রহণ করে।
এর আগে শহরের জজ কোর্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শেরে বাংলা পার্ক এলাকায় গিয়ে শেষ করে আন্দোলনকারীরা। সেখানে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে দলমত নির্বিশেষে প্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবি জানান। একই সাথে নানা দূর্ভোগে শিকার হওয়ার কথা জানিয়ে মেডিকেল কলেজ হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবি জানিয়ে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার হুঁশিয়ারি দেন বক্তারা।
জানা গেছে, পঞ্চগড় জেলার ৫ উপজেলায় মানুষের একমাত্র ভরসার আধুনিক সদর হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা না থাকায় এবং চিকিৎসার নামে রেফার্ট হওয়া দূর্ভোগ লাঘবে এই দাবি তুলেন জেলার মানুষজন।
একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি তোলা হয়েছে।
গণজমায়েতে পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার রহমানের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা জাগপার সহসভাপতি নয়ন মাস্টার, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট হাসান হাবিব, ইসলামি আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় শাখার সভাপতি আব্দুল হাই, বাংলাদেশ খেলাফত মজলিসের পঞ্চগড় জেলা শাখার সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন, গণধিকার পরিষদ পঞ্চগড় জেলার সভাপতি মাহফুজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি প্রমূখ বক্তব্য রাখেন।