Type Here to Get Search Results !

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঈদ পুর্নমিলনী


নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলার বোদা উপজেলা শাখার উদ্যোগে রবিবার (৬ এপ্রিল) দুপুরে দলীয় কার্যালয়ে ঈদ পুর্নমিলনী ও উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল হাসান প্রধান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ক্বারী মোঃ আব্দুল্লাহ্। ইসলামী আন্দোলন বাংলাদেশ বোদা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বোদা উপজেলা শাখার সেক্রেটারী মোঃ জান্নাতুল বারী মানিক, সহ-সভাপতি মোঃ মওদুদ খান, জেলা শাখার শিক্ষা ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ সোহেল হোসেন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ এমদাদুল হক মিলন। ঈদ পুর্নমিলনী ও উপজেলা কমিটির পরিচিতি সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বোদা উপজেলা শাখার নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন। 
বিভাগ