Type Here to Get Search Results !

ডিমলায় ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা(নীলফামারী)ঃ নীলফামারীর ডিমলায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনতা। 
সোমবার সন্ধায় ডিমলা উপজেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিমলা বিজয় চত্ত্বরে মিলিত হয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ করা হয়। এ সময় দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিক্ষোভে অংশগ্রহন করে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তারা বলেন, আমরা দেখছি সারা বিশ্বে মুসলিমরা আজ বিভিন্নভাবে নির্যাতিত। সারা বিশ্বের মুসলিমদের একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। মুসলিম দেশগুলোকে জাগাতে হবে। এখন ফিলিস্তিনের মুসলিমদের ওপর হামলা হত্যা চলছে, কিছুদিন পর দেখবেন আমাদের ওপর হামলা হবে। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ থেকে ইসরায়েলি গণহত্যার আনুষ্ঠানিক প্রতিবাদ করতে হবে। এবং প্রয়োজনে বাংলাদেশ থেকেই ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষনা করে মুসলিমদের উপড় নিপিড়ন নির্যাতন ধ্বংসাত্বক হত্যাকান্ডের প্রতিবাদে আমরা যুদ্ধে নামতে প্রস্তুত রয়েছি।
বিভাগ