নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে স্কাউট দিবস উদযাপিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস বোদা উপজেলা শাখা দিবসটি উদযাপন এই সকল কর্মসূচি গ্রহণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো, শাহরিয়ার নজির। আনুষ্ঠানিক ভাবে স্কাউটস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্কাউটস দিবস ২০২৫ এর শুভ সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস বোদা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, বাংলাদেশ স্কাউটস বোদা উপজেলা কমিশনার ও উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত কাপ, স্কাউটস রোভার দের অংশগ্রহণে দিবসের র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে শেষ করা হয়।