এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (০৬ এপ্রিল) সকালে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লাল ও সবুজ দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা স্কাউটসের সদস্যবৃন্দ ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীবৃন্দ।