Type Here to Get Search Results !

বোদায় অসহায় রোগীর মাঝে ঔষধ প্রদান

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদা উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সরকারি সহায়তা হিসেবে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গরীব, অসহায় ও জটিল রোগীদের চিকিৎসার জন্য ঔষধ প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে হাসপাতালের ভর্তি জটিল রোগে আক্রান্ত রোগী উপজেলার সাকোয়া ইউনিয়নের গিদালপাড়া গ্রামের আনারুল ইসলাম নামের এক রোগীকে রবিবার সমাজসেবা বিভাগের উদ্যোগে ২ হাজার টাকার ঔষধ প্রদান করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহম্মেদ হাসপাতালে গিয়ে রোগীর হাতে এসকল ঔষধ প্রদান করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবীর উপস্থিত ছিলেন। জানা গেছে হাসপাতালে ওই ভর্তি রোগী জটিল রোগে আক্রান্ত হওয়ায় এবং চিকিৎসা খরচ যোগাতে না পেরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবীর ও আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান রোগীর ঔষধ কেনার জন্য ওই রোগীর পরিবারকে ঔষধ ক্রয়ের জন্য সমাজসেবা বিভাগে আবেদন করার পরামর্শ দেয় এবং চিকিৎসকগণ ওই আবেদনে সুপারিশ করেন। তাদের সুপারিশের প্রেক্ষিতে সমাজসেবা বিভাগ এই ঔষধ প্রদান করেন।
বিভাগ