Type Here to Get Search Results !

জানাজায় গিয়ে ভাতিজার মৃত্যু, মৃত্যুর খবর শুনে চাচার মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার সাদুল্লাপুর উপজেলার মোসলেম উদ্দিন (৬২) নামের এক হাফেজ ব্যক্তির মৃত্যু হয়। তার জানাজা নামাজে অংশগ্রহণ করেন স্থানীয় হাইস্কুলের মৌলভী শিক্ষক মকুবুল হোসেন (৫৫)। এসময় বুকের ব্যাথা অনুভবে অসুস্থ হয়ে মারা যান এই শিক্ষক। 
এদিকে, মকুবুল হোসেনের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল চাচা সমেশ উদ্দিন ফকিরও (৭০)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এই ঘটনাটি ঘটেছে উপজেলার ফরিদপুর ইউনিয়নে। স্থানীয়রা জানায়, ফরিদপুর ইউনিয়নের আলদাদপুর গ্রামের সমুজ মন্ডলের ছেলে হাফেজ মোসলেম উদ্দিন মন্ডল অসুস্থজনিত কারণে মারা যায়। বৃহস্পতিবার সকালে তার জানাজা নামাজে অংশগ্রহণ করেন মোলংবাজার উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক ও চক গোবিন্দপুর গ্রামের মানিক উল্লার ছেলে মকবুল হোসেন। সেখানে নামাজ পড়ার সময় বুকের ব্যাথা অনুভব করে অসুস্থ হন। তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে মবকুল হোসেনের আকস্মিক মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক বাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়েন আরজ উদ্দিন মন্ডলের ছেলে ও মকবুল হোসেনের চাচা সমেশ উদ্দিন ফকির। 
ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই তথ্য নিশ্চিত করেন,আব্দুল্লাহ আল মামুন।
বিভাগ