Type Here to Get Search Results !

অধিগ্রহণকৃত টাকা আত্নসাতের প্রতিবাদ শাস্তির দাবিতে মানববন্ধন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা :গাইবান্ধার গোবিন্দগঞ্জ দূর্গাপুর কালিতলা ছাকাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের জমি অধিগ্রহণের টাকা আত্মসাতের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল ২৫) সকালে ৬নং দরবস্ত ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন আঃ রউফ বিএসসি,সভাপতি দূর্গাপুর কালিতলা ছাকাতুন্নেছা উচ্চ বিদ্যালয়। এসময় সভাপতির বক্তব্যে তিনি বলেন বিদ্যালয়ের সদ্য সাবেক প্রধান শিক্ষক সোলায়মান আলী ও সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আ র ম শরিফুল ইসলাম জর্জ বিরুদ্ধে অত্র বিদ্যালয়ের অধিগ্রহনকৃত জমির প্রায় ৮৬ লক্ষ ৫৫ হাজার টাকা ভূয়া রেজুলেশন বানিয়ে বিদ্যালয়ের কোন শিক্ষক, অবিভাবকের সাথে এ বিষয়ে কোন পরামর্শ বা মিটিং ছাড়াই নিজেরাই রেজুলেশন বানিয়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। প্রশাসনের কাছে আমাদের দাবি আত্মসাৎকৃত টাকা বিদ্যালয়ের তহবিলে ফেরত দেওয়াসহ সাবেক প্রধান শিক্ষক সোলায়মান আলী ও সাবেক সভাপতি আ র ম শরিফুল ইসলাম জর্জ বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের জোর দাবি জানাচ্ছি। সমাবেশে বক্তব্য রাখেন,জাকিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য শামসুল ইসলাম,হাফেজ শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম বিএসসি,ইন্জিয়ার আমিদ হাসান ইসলাম, এটিএম আজহারুল ইসলাম, শিক্ষার্থী নিশাদ সরকার প্রমুখ। এসময় বক্তারা বলেন, সাবেক প্রধান শিক্ষক সোলায়মান আলী ও সাবেক সভাপতি আ র ম শরিফুল ইসলাম জর্জ সেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম- দুর্নীতির মাধ্যমে বিদ্যলয়টির শিক্ষার মান তলানিতে ঠেকিয়েছেন। আমরা বিদ্যালয়ের আত্মসাৎকৃত টাকা প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে বিদ্যালয় তহবিলে ফেরৎ দেওয়া সহ তাদের বিচার দাবি করছি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাজেদুর রহমান মিঠু।
বিভাগ