Type Here to Get Search Results !

পার্বতীপুরে বিভিন্ন বিষয়ের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: পার্বতীপুর মডেল থানার আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর আদর্শ কলেজের হলরুমে পার্বতীপুর মডেল থানা কর্তৃপক্ষের সাথে কলেজের শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের মত বিনিময় অনুষ্ঠিত হয়। 
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম। 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের প্রভাষক আব্দুর রকিব, সহকারী অধ্যাপক হুমায়রা বেগম, পার্বতীপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন ও অফিসার ইনচার্জ আব্দুস সালাম। বক্তারা মাদক বিরোধী নারী শিশু নির্যাতন দমন, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক ও অভিভাবকের ভূমিকার কথা বলেন এবং ছাত্রছাত্রীদের সচেতনতা অবলম্বনের উপর গুরুত্ব দিতে বলেন। অনুষ্ঠানে অত্র কলেজের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
বিভাগ