Type Here to Get Search Results !

শিক্ষা কর্মকর্তা পরিদর্শনে গিয়ে দেখেন মেলায় শিক্ষকগণ

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : সময় তখন ১০ টা ৩৩ মিনিট বিরামপুর পৌরশহরের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন রয়েছে। বিদ্যালয়ের ভবনের প্রধান গেট রয়েছে ছিটকিনি দিয়ে আটকানো ভেতরে নেই কোন শিক্ষক। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বিদ্যালয়ের এ অবস্থা দেখেন। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর পৌরসভার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে দশ ঘটিকায় মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা।এর আগে সোমবার উক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমতি ছাড়াই চৈত্র সংক্রান্তির মির্জাপুর জামলেশ্বর মন্ডপ মেলায় দিনাজপুরের পার্বতীপুর থেকে আগত সাহাজাহান সরকার এর একক সার্কাস প্রদর্শনীর এক বিশাল ভ্রাম্যমান সার্কাস প্রদর্শনীর আয়োজন করেন।সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সার্কাস প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করলে মঙ্গলবার বিদ্যালয়ের বর্তমান অবস্থা দেখার জন্য বিদ্যালয় চলাকালীন সময়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা বিদ্যালয়টি পরিদর্শনে আসেন। পরিদর্শনে গিয়ে তিনি দেখেন বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন রয়েছে কিন্তু বিদ্যালয় ভবনের প্রধান গেট ছিটকিনি দিয়ে আটকানো এবং কোন শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত নেই।বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার মেয়েটা ঢাকায় যাবে তাঁকে রেখে আসতে আমি বাসস্ট্যান্ডে এসেছি আর অন্যান্য সহকারী শিক্ষকগণ বিদ্যালয়ে উপস্থিত রয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা বিদ্যালয় পরিদর্শনে আসার বিষয়ে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের জানালে তারা ১০.৩৩ মিনিটে বিদ্যালয়ে আসেন।এর আগে বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ে উপস্থিত না থাকার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন,বিদ্যালয়ের সামনে গতদিন মেলা হওয়ার পর আজ কিছু দোকান বসেছে তাই মেলায় একটু কেনাকাটা করছিলেন তাঁরা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা বলেন, বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখি জাতীয় পতাকা উত্তোলন রয়েছে,বিদ্যালয় ভবনের প্রধান গেট ছিটকিনি দিয়ে আটকানো এবং বিদ্যালয়ে শিক্ষকগণ উপস্থিত নেই। এবিষয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের শোকজ করা হবে।
বিভাগ