ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের মোসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে সড়ক দূর্ঘটনায় মিশুকের এক যাত্রী নিহত।
নিহত মঞ্জু মিয়া(৪৮) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়ানের হলদিবাড়ী গ্রামের তোতা মিয়ার পুত্র বলে জানা যায়।
গতকাল মঙ্গলবার ১৫ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে রংপুর -বগুড়া মহাসড়কের মেসার্স ফিলিং স্টেরর সামনে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্র জানা যায়,ঢাকা যাওয়ার জন্য একই গ্রামের ৬ জন মিশুকে চড়ে পলাশবাড়ী আসার পথে ফিলিং স্টেশনের সামনে একটা কোচ দাঁড়িয়ে থাকলে মিশুকটি এক যাত্রী রাস্তায় ছিঁটকে পিচ রাস্তায় পড়লে রংপুর থেকে ছেড়ে আসা ট্রাকটি চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু সঙীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন।
গোবিন্দগঞ্জ হাইওয় থানার এ এস আই ডালিম নিহতের বিষয়টি নিশ্চত করেন এবং লাশটি পরিবারকে বুঝিয়ে দেন।