Type Here to Get Search Results !

পার্বতীপুরের রুদ্র সংঘের আয়োজনে পহেলা বৈশাখী উদযাপন

অজয় সরকার, পার্বতীপুর প্রতিনিধি, চিলাহাটি ওয়েব :দিনাজপুরর পার্বতীপুর পুরতান বাজার মহল্লায় অবস্থিত পার্বতীপুরের ঐতিহ্যবাহি রুদ্র সংঘের আয়োজনে পহেলা বৈশাখী উদযাপন করা হয়। পহেলা বৈশাখ সম্পর্কে আলোচনা করেন শাহিনুর ইসলাম, তুফান, মক্কা,  মুসা, শরিফ,দুলাল প্রমুখ পান্থাভাত খাওয়ার মধ্য দিয়ে বর্ষ বরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় রুদ্র সংঘের আয়োজনে পুরাতন বাজারে সংক্ষিপ্ত আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রুদ্র সংঘের চত্বরে এসে শেষ হয়। পরে পান্থাভাত খাওয়ার আয়োজন করা হয়। এসময়ে সাংবাদিক বদরুদ্দোজা বুলুসহ ক্লাবের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ