চিলাহাটি ওয়েব ডেস্ক : পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ইএসডিও সমৃদ্ধি কর্মসূচির ২ দিনব্যাপী (১২ ও ১৩ এপ্রিল ২০২৫ইং) শিক্ষকদের বিষয়ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ময়দানদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোর্সের সমাপনী দিন রোববার (১৩ এপ্রিল) উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান মন্ডল।
এছাড়া উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির বোদা উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো: আব্দুল মোমেন, সহকারি কর্মসূচি সমন্বয়কারী মোঃ দাউদুল ইসলাম ও স্বাস্থ্য কর্মকর্তা জয়ন্তী রানী।
মাস্টার ট্রেনার হিসেবে কোর্স পরিচালনা করেন ময়দানদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক, লালদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইয়েমা বেগম ও জোত বংশীধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিকাশ চন্দ্র।
প্রশিক্ষণ কর্মশালায় সমৃদ্ধি কর্মসূচির ১৮ জন শিক্ষিকা অংশগ্রহণ করেন।