Type Here to Get Search Results !

পঞ্চগড়ে বেকার যুবকদের কর্মসংস্থানে মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড়ের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জেলা প্রশাসন ইকো পার্কের উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল থেকে দুইদিন ব্যাপী এই কর্মশালা শুরু হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক মো: সাবেত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। মাশরুম ও মুক্তা চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সফল উদ্যোক্তা ও প্রশিক্ষক নজরুল ইসলাম। দুই দিনের এই কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার ৫৪ জন বেকার তরুণ তরুণী অংশ নেন। প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে বেকার যুবকদের মাশরুম ও মুক্তা চাষের কৌশল শেখানোর মাধ্যমে যুবকদের উদ্যোক্তা তৈরি ও স্বনির্ভর করার জন্যই এই আয়োজন বলে জানান আয়োজকরা। জেলা প্রশাসক সাবেত আলী বলেন, জেলা প্রশাসন ইকো পার্কে একটি মাশরুম ও মুক্তা চাষ কর্নার করা হবে। আমরা এখান থেকে যুবকদের কর্মসংস্থানে নানা প্রশিক্ষণ দিবো যাতে তারা স্বনির্ভর হয়ে উঠে। এই প্রশিক্ষণের মাধ্যমে এই জেলায় মাশরুম ও মুক্তা চাষের বিকাশ ঘটার পাশাপাশি তারাও আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবে বলে আমরা আশাবাদী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান বলেন, রাতারাতি কিছু হয় না। আপনি উদ্যোগ নেবেন যেখানে লোকসানও হতে পারে। তবে ধৈর্য ধরে আপনাকে চেষ্টা করে যেতে হবে তাহলেই একদিন আপনি সফল হবেন। এখন আপনাকে ধৈর্যের সাথে মাথা খাটিয়ে সঠিক পরিকল্পনার সাথে কাজ করলে আপনারা এই মাশরুম ও মুক্তা চাষ করে নিশ্চয়ই সফল হতে পারবেন।
বিভাগ