Type Here to Get Search Results !

বিরামপুরে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৫৬ জন, বহিষ্কৃত ১ জন

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলায় এসএসসি, দাখিল (সমমান) পরীক্ষায় প্রথম দিনে ২ হাজার ৩২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং পরীক্ষা কেন্দ্রে এন্ড্রয়েড মোবাইল ফোন কাছে রাখায় ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। 
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বিরামপুর উপজেলায় অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় মোট ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১ হাজার ৫৮৬ জনের মধ্যে ১৬ জন, দাখিল পরীক্ষার্থী ৪০২ জনের মধ্যে ৩৯ জন ও ভোকেশনাল পরীক্ষার ৩৩৯ জনের মধ্যে ১ জন অনুপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস । এছাড়াও দাখিল পরীক্ষা কেন্দ্রে এন্ড্রয়েড মোবাইল ফোন কাছে রাখায় ১ জন শিক্ষার্থীকে বহিষ্কৃত করা হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। জানা যায়, উপজেলার ৬ টি কেন্দ্রের মধ্যে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়,একইর মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়,কাটলা উচ্চ বিদ্যালয় ও বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ ৪ টি কেন্দ্রে এসএসসি ও সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট কেন্দ্রে এসএসসি ভোকেশনাল এবং চাদঁপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়।প্রথম দিনে দাখিল পরীক্ষার্থীদের কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা চলাকালীন সময়ে চাদঁপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী এন্ড্রয়েড মোবাইল ফোন কাছে রাখায় তাকে বহিষ্কার করা হয়েছে।এছাড়া ৬ টি কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্তৃক পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে ১৪৪ ধারা জারি ছিল। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল বলেন, একজন পরীক্ষার্থীর কাছে এন্ড্রয়েড মোবাইল ফোন পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে।প্রথম দিনের পরীক্ষায় নানা কারণে মোট ৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বিভাগ