Type Here to Get Search Results !

পঞ্চগড়ে পাট দিবস পালিত

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্থানীয় পাট চাষি, প্রান্তিক পর্যায়ের কৃষক, শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় দিনাজপুর জেলার পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম রাজী টুলু, জেলা প্রার্থমিক শিক্ষা অফিসার সমেস মজুমদার, কৃষি সম্পসারন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাইফুল ইসলাম, সাংবাদিক সরকার হায়দার, সদর উপজেলার জালাসী এলাকার কৃষক আবু হোসেন প্রমুখ।
পাট চাষিরা এসময় বলেন বিগত সরকারের আমলে প্রনোদনা পাট বীজগুলো ভালো ছিলোনা। বীজগুলো পরিপূর্ণ ভাবে না গজানোর ফলে পাট চাষিদের লোকশান গুণতে হয়েছে। প্রয়োজনের তুলনায় সার কম দেয়া হয়েছে। এ বছর মানসম্মত বীজ ও প্রয়োজনীয় সার সরবরাহের জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।
বিভাগ