Type Here to Get Search Results !

কাহারোলে বৈদ্যুতিক অগ্নিকাণ্ডে ঘর বাড়ি পুড়ে ছাই

আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলার ২ নং রসুলপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের স্বপন কুমার রায়ের বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
৩ মার্চ২০২৫ সোমবার রাত আনুমানিক ৮ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের ঘটনায় স্বপন কুমার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে, তিনি আরও জানান, ঘরের রক্ষিত ধান চাল, আসবাবপত্র, সহ কাপড়-চোপড় সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
ভগবান বাঁচিয়েছে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত কাহারোল ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহ এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস দ্রুত আসার কারণে আস পাশের বসতবাড়ি অগ্নি কাণ্ডের হাত থেকে বেঁচে গেছে।
২নং রসুলপুর ইউনিয়ন পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রাসেল ইসলাম জানান, উপজেলা প্রশাসন অগ্নিকান্ডে নিঃস্ব পরিবারের পাশে রয়েছে, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শিত বস্ত্র বিতরন করা হয়েছে।
এছাড়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর পক্ষ হতে পরিবারকে পরনের কাপড়-চোপড় দেওয়া হয়েছে। এদিকে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, ঘটনাস্থল পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্ত পরিবারকে আরো সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বিভাগ