Type Here to Get Search Results !

বোদায় পানি সংরক্ষনাগার নির্মাণ কাজের উদ্বোধন


নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড় জেলার বোদা উপজেলার,বোদা পৌর শহরের.বোদা বাজারে অগ্নিনিরাপত্তা শক্তিশালি করতে  বাজারের অভ্যন্তরে ভুগর্ভস্থ্য পানি সংরক্ষনাগার নির্মাণ কাজ শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব মো.ফরহাদ হোসেন আজাদ প্রধান  অতিথি  হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণ  কাজের উদ্বোধন করেন।
এসময় বোদা উপজেলা নির্বাহী অফিসার ও বোদা পৌর প্রশাসক মো. শাহরিয়ার নজির,বোদা উপজেলা বিএনপির সদস্য সচিব আসাদুল্লাহ আসাদ.যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময়,যুবদল নেতা আবু রায়হান রাফি,সোহেল রানা,বোদা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর রায়হান ইসলাম বক্তব্য রাখেন।
এসময় বোদা পৌর সভার  প্রকৌশলী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বোদা বাজারে প্রায় প্রতিবছরেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বোদা বাজার অত্যন্ত ঘনবসতিপুর্ন হওয়ায় এবং এর পাশাপাশি প্রাকৃতিক জলধারা অথবা পুকুর খাল না থাকায় পানির অভাবে আগুন নেভাতে না পেরে অনেক বড় ক্ষয়ক্ষতি গয়ে যায়। তাই জরুরী আগুন নিয়নতন্ত্রণ ও ক্ষয়ক্ষতি রোধে বাজারের অভ্যন্তরে ২ লক্ষ মিটার পানি ধারণ ক্ষমতার আধুনিক জলাধার নির্মাণ করা হচ্ছে। বোদা পৌরসভার অর্থ্যায়নে ও সার্বিক তত্ত্বাবধানে ২৪ লাখ টাকা ব্যয়ে এই আধুনিক জলাধার নির্মাণ করা হচ্ছে।  যার ফলে আপদকালীন সময় এই জলাধার আগুন নিয়ন্ত্রণে ভুমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আজাদ বলেন,ব্যবসা-বানিজ্যের প্রতিষ্ঠান ও বসতবাড়িতে আগুন লাগলে মানুষ আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ্য হয়ে অনেকে পথে বসে যায়। এই জলধারা আগুন নিয়ন্ত্রণে আনতে ও ক্ষয়ক্ষতি সামলাতে বিশেষ ভুমিকা রাখবে।
তিনি বলেন,অগ্নিকান্ড হতে বাচার জন্য দোকান বন্ধ করার সময় বৈদ্যুতিক সুইচ ভালো করে বন্ধ রাখতে এবং রান্নার চুলা নিভিয়ে রাখতে সকলের প্রতি আহবান জানান। 

বিভাগ