Type Here to Get Search Results !

দেবীগঞ্জে বিএনপি নেতা আজাদের দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

নজরুল ইসলাম,বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বুধবার সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের ৯ টি ওয়ার্ড এর বিভিন্ন গ্রাম ও মহল্লায় পথ'সভা, গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি, সদস্য সচিব পঞ্চগড় জেলা শাখা বিএনপি ও ডেপুটি চেয়ারম্যান গভর্নমেন্ট রিলেশন কমিটি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জনাব মো,আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল গণসংযোগ ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।
এ সকল কর্মসূচিতে বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং বিএনপি'র বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
বিভাগ