নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : তোমার আমার বাংলাদেশে ভোট দেই মিলেমিশে " এই প্রতিপাদ্য কে নিয়ে রবিবার পঞ্চগড়ের বোদায়, উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে ।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বনাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসেছে শেষ হয়।
পড়ে উপজেলা নির্বাহী অফিসার মো, শাহরিয়ার নজিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাচন কর্মকর্তা তকদির আলী বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা সহ সরকারি দপ্তরের সকল কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।