Type Here to Get Search Results !

বিএনপি'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও বাফুফের ডেপুটি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদ এর ৫৮তম জন্ম দিন উপলক্ষ্যে বোদা উপজেলা যুব দলের উদ্যোগে বুধবার পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা পৌর এলাকার প্রামানিক পাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের নিয়ে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বোদা উপজেলা যুবদলের আহব্বায়ক এলাহী কুদরত-ই-আমিন সাগরের সভাপতিত্বের ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বোদা উপজেলা বিএনপির আহব্বায়ক সাবেক অধ্যক্ষ আফাজুল ইসলাম, সদস্য সচিব আসাদুল্লাহ আসাদ, বোদা পৌর বিএনপির আহব্বায়ক আব্দুস সামাদ তারা, সদস্য সচিব দিল রেজান ফেরদৌস চিম্ময়, উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা, উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক হকিকুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর শাহজাহান সিরাজ, আবুল কালাম আজাদ, যুব দল নেতা মোঃ আবু রায়হান রাফি, আব্দুল্লাহ আল মারুফ অনু ও বাবু। ইফতার ও দোয়া মাহফিলে আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদ ভিডিও কলে বক্তব্য রাখেন। ইফতার ও দোয়া মাহফিলে মাদ্রাসার এতিম শিশু, ইমাম, মোয়াজ্জিন, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেকব দল, তাঁতী দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সুধীবৃন্দ অংশ নেয়।
বিভাগ