Type Here to Get Search Results !

পঞ্চগড়ে কিশোরকন্ঠ প্রতিযোগিতা

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ে কিশোরকন্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার দুপুরে জেলা শহরের জালাসী এলাকায় পঞ্চগড় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পঞ্চগড় জেলা কিশোরকন্ঠ পাঠক ফোরাম অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও আর্থিক সম্মানীর চেক কার্ড বিতরণ করেন কিশোরকন্ঠ পাঠক ফোরামের সাবেক কেন্দ্রীয় উপদেষ্টা ও সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান। পঞ্চগড় জেলা কিশোরকন্ঠ পাঠক ফোরামের পরিচালক খোরশেদ মাহমুদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কবি ও কথাসাহিত্যিক নাবিউল হাসান, কিশোরকন্ঠ পাঠক ফোরাম পঞ্চগড় জেলার চেয়ারম্যান জুলফিকার রহমান ও সাংবাদিক আবু নাইম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভাগ