Type Here to Get Search Results !

ঈদে দূর্ঘটনা এড়াতে পঞ্চগড়ে সড়কে যৌথ বাহিনীর অভিযান

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পঞ্চগড়ে মহাসড়কে সড়ক দূর্ঘটনা এড়ানোর পাশাপাশি সাধারণ জনগনের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাস্তাঘাটে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে যৌথ বাহিনীর উদ্যোগে বিশেষ অভিযান শুরু হয়েছে। 
সোমবার (৩১ মার্চ) বিকেলে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনী ট্রাফিক পুলিশ ও আনসার ব্যাটালিয়ানের সদস্যরা।সরেজমিনে দেখা গেছে, ঈদের প্রথম দিনে মোটরসাইকেল সহ বেশ কিছু যানবাহনে লাইসেন্স ও হেলমেট না থাকায় জরিমানা করা হয়। একই সাথে প্রধান সড়কে প্রাইভেটকার, মাইক্রোবাস,ও মোটরসাইকেল থামিয়ে চালানো হয় তল্লাশি। অপরদিকে মহাসড়কে চলাচল করা বিভিন্ন যানবাহন সহ সাধারণ মানুষদের সড়ক দূর্ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা চেয়ে সতর্ক করা হয়।এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের উপ অধিনায়ক লেঃ মোঃ ফরহাদ অর রশিদ, পঞ্চগড় ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান, পঞ্চগড় ট্রাফিক পুলিশের টিএসআই মোশারফ হোসেন, আনসার ব্যাটালিয়ানের ল্যান্স নায়েক ছানোয়ার হোসেন, নুরেন্দ্র মদী ও ট্রাফিক সহ থানা পুলিশের সদস্যরা।
বিভাগ