দু’জনার তর্ক
------- বদরুদ্দোজা বুলু
জানো ঈদ মানে খুশি ?
না, এটা ক্ষেত্র বিশেষে
কেনো না ?
শুধুমাত্র ঈদের নামাজের ক্ষেত্রে
কেনো কিভাবে ?
ঈদের নামাজের সারিতে
ধ্বনি, গরীব সবাই এককাতারে নামাজ পড়বে
এ নামাজে নেই কোনো ভেদাভেদ
নামাজ শেষে সবাই কোলাকুলি করবে
থাকবেনা কোনো হিংসা বিদ্বেষ
থাকবেনা কোনো গন্ধ-কারণ
সবার শরীরে থাকবে আতরের গন্ধ।
জানো ঈদ মানে খুশি ?
না, এটা ক্ষেত্র বিশেষে
কেনো না ?
বেশীরভাগ মানুষতো নতুন কাপড় পড়বে
গরীব কিংবা বস্তিবাসীর কথা ভাবোতো
যাদের ভাতের হাড়িতে চাল নেই
তারা কিভাবে নতুন কাপড় কিনে পড়বে ?
কখনো কি অনুধাবন করেছো
নিষ্পাপ শিশুদের নতুন কাপড় পড়ার সাধ?
সেই সাধ হবে কি পূরণ ?
জানো ঈদ মানে খুশি ?
না, এটা ক্ষেত্র বিশেষে
কেনো না ?
এ দিনে অনেকেই খাবে ইচ্ছে মতো
কুরবানীর গোস্ত,সাদা ভাত কিংবা আর পোলাও
সাথে থাকবে দই,মিস্টি কিংবা কোমল পানীয় জল।
হ্যাঁ ওরাতো খাবেই ওরা কুরবানী দিয়েছে
কিন্তু দুয়ারে দাঁড়িয়ে যে শিশুটি বলছে
এক টুকরো গোস্ত দিবেন ?
ওরা না দিয়ে বলে বন্ঠন শেষ
শত শত শিশু মা-বাবা,ভাই-বোন
এক বাড়ি থেকে অন্য বাড়ি ছুটবে কেনো?
একটু সহানুভুতিই তো যথেষ্ট
কুরবানী দিতে না পারা মানুষের প্রতি
ঈদ মানেই যদি খুশি হয়
তবে ফ্রিজে রাখে কেনো গোস্ত ?
তাহলে কি ঈদ মানে খুশি নয় ?
না, এটা ক্ষেত্র বিশেষে খুশি
ওরা একটুকরো গোস্ত দিয়ে একমুঠো ভাত খায়
আর ওরা সেই এক টুকরো গোস্ত দিয়ে
পুরো এক প্লেট ভাত খায়।
ঈদ মানে খুশি হলেও
আমার কাছে হৃদয়ে রক্তক্ষরণ।
ঈদ মানেই খুশি ?
ঈদ মানে প্রবাসীদের কষ্টের স্কেলটা বৃদ্ধি পায়
নীরবে ঝরে চোখের পানি কষ্টের মাঝে সুখ।
আমি খেতে পারি না,তবুও খাই
খেতে খেতেই ঝরে হৃদয়ের চোখের পানি
যা অল্পতেই পাকস্থলি ভর্তি হয়।
মা আছে, বাবা নেই,কাছে নেই সন্তান
এভাবেই হয়তো চলবে কিয়ামতের দিন পর্যন্ত
কেউ হাসবে কেউ কাঁদবে।
এখন তুমিই বলো ঈদ মানে কি ?
-
--------- # -------------