এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় ছাত্রদলের উদ্যোগে পথচারী, রোগী ও স্বজনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) বিকেলে পাকেরহাটস্থ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল গেটে উপজেলা ছাত্রদলের আওতাধীন ০৪ নং খামারপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মানিক, গোয়ালডিহি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদুল হাসান মীম ও রিফাত সরকারের উদ্যোগে পাকেরহাট বাজারে শতাধিক পথচারী এবং হাসপাতালে রোগী ও স্বজনদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কর্মী মামুন ইসলামসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।