Type Here to Get Search Results !

পার্বতীপুরে করতোয়া বারুনী মেলা অনু্ষ্ঠিত

অজয় সকার, পার্বতীপুর প্রতিনিধি: 
করতোয়া বারুনী কার্যকরী মেলা কমিটির উদ্যোগে খোলাহাটি,পার্বতীপুর, দিনাজপুর এ করতোয়া বারুনী মেলা ২৭ মার্চ অনুষ্ঠিত হয়, যা চলবে তিনদিন।
অনুষ্টানে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন প্রান্ত হতে দর্শনার্থীরা আসে। উদ্দেশ্য হল পিতা মাতা ও আত্মীয় স্বজনের মঙ্গল কামনায় মন্দিরে পূজা অর্চনা করে।
নদীতে এসে পূর্ণ স্নান করে পাপ পূর্ণ মোচনের জন্য। ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুজা পার্বন চলতে থাকে এবং দর্শনার্থীরা প্রার্থনা করে। সাধারন মানুষেরা দর্শনার্থীদের জন্য ভোগের ব্যবস্থা করে ও ভোগ বিতরন করে সকলের মাঝে। যা হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে বন্ধনের সৃষ্টি হয়েছে।
বিভাগ