Type Here to Get Search Results !

বিরামপুর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য বছরে জাতীয় দিবসের প্রোগ্রামসমূহ পৌরশহরের ঐতিহ্যবাহী আনসার মাঠে অনুষ্ঠিত হলেও এবার রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভায় উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। 
বুধবার (২৬ মার্চ) সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মিয়া মিঞা মোঃ শফিকুল ইসলাম মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর অঞ্চলের সুরা সদস্য আনোয়ারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস ডঃ এনামুল হক,সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু, বিরামপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এএসএম শরিফুল ইসলাম ডাকুয়া, পৌরসভার নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত কামাল হোসেন,পৌর বিএনপি যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিয়া মোঃ শিরোন আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন,কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, স্কাউট সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরবর্তীতে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানের আগে বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ফুল দিয়ে বরণ করে নেয় উপজেলা প্রশাসন।উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন তার বক্তব্যে বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সকালে ঢাকাসহ সারা দেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়েছে। পরবর্তীতে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান শেষে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।
বিভাগ