উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫ মার্চ) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর পৌর শাখার আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর পৌর শাখার উপদেষ্টা ও সহ-সভাপতি মাওলানা মোঃ আবু সাঈদ সুমনের সঞ্চালনায় ও পৌর শাখার সভাপতি মাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক এমপি ইসলামী আন্দোলনের মনোনীত এমপি প্রার্থী ডা. মো. আক্কাছ আলী সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক মেয়র প্রতিদ্বন্দী প্রার্থী হাফেজ মোঃ আতাউর রহমান, উপজেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাও. মোছলেহ উদ্দিন আজাদী, সাবেক কাউন্সিলর কয়সার আলী খাঁন প্রমুখ।