নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পঞ্চগড় জেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে নেতাকর্মীদের নিয়ে যৌথকর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম মিলনায়তনে জেলা বিএনপি এই যৌথ কর্মীসভার আয়োজন করে।
যৌথ কর্মীসভায় জেলা বিএনপি, পৌর বিএনপি, জেলা যুবদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল, মহিলা দল, তাতীঁদল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক এবং পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, পঞ্চগড় পৌর বিএনপির এক নম্বর সদস্য শামসুজ্জামান বিপ্লব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক দেশকে সকল ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে। সমসাময়িক সময়ে বিএনপির নাম ভাঙ্গিয়ে কিছু নেতাকর্মী অপকর্মে লিপ্ত হচ্ছে। তাদের ব্যাপারে সচেতন হতে হবে। কেউ যেন দলীয় পদবি ব্যবহার করে দলের দূর্নাম না করে এজন্য সর্তক থাকতে হবে। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বাড়াতে হবে।
বক্তারা আরো বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এ দলের অনেক অবদান রয়েছে দেশ গঠনে। বিগত দিনে বিএনপি ক্ষমতায় গিয়ে দেশের উন্নয়ন করেছে। আর বাকীরা দেশের অর্থ বিদেশে পাঁচার করেছে। আগামী দিনে বিএনপি হাতকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই বলে মনে করেন বক্তারা।