ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা :গাইবান্ধায় জেলা বিএনপি‘র যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান
খান বাবু, সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা
বিএনপি‘র সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলসহ অন্যরা।
বক্তারা বলেন, দলকে সুসংগঠিত করতে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের ভুমিকা অনেক গুরুত্বপূর্ণ। তৃণমুল নেতাকর্মীরাই বিএনপির প্রাণ। তারেক রহমান তৃণমুল নেতাকর্মীদের বেশি বিশ্বাস করেন। বারংবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেও কেউ সফল হতে পারেনি। তৃণমুলের
নেতাকর্মীরা তা শক্ত হাতে প্রতিরোধ করেছেন। আগামী কর্মসুচি গুলোতেও বিএনপি‘র তৃণমুলের নেতাকর্মীদের সোচ্চার থাকার আহবান জানান।