Type Here to Get Search Results !

পাকেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। 
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর পাকেরহাট শাপলা চত্বর থেকে ধর্মপ্রাণ মুসলমানদের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্রশিবির খানসামা উপজেলা শাখার সাবেক সভাপতি সিকান্দার আলীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন পাকেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মো: ওসমান গণি, পাঁচপীর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আজিজ, পাকেরহাট আজগার মেম্বার পাড়া জামে মসজিদের খতিব মুফতি রেজাউল করিম, প্রভাষক আব্দুর রহমান লিটন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রহিদুল ইসলাম রাফি, সংবাদকর্মী আজিজার রহমান ও জে আর জামান, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাজেদুল ইসলামসহ ধর্মপ্রাণ মুসল্লীগণ।
বিভাগ