নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় দুটি ইটভাটা গুড়িয়ে দিয়ে প্রস্তুত ইট প্রস্তুত কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলীকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় দন্ডপাল ইউনিয়নের মেসার্স এমএস ব্রিকস ও মেসার্স কেএসবি ব্রিকসের ইটভাটা এস্কেভেটর দিয়ে ভেঙ্গে ফেলা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস দেবীগঞ্জের একটি ইউনিট। তারা পানি দিয়ে ইটভাটা দুটির চুলার আগুন নিভিয়ে দেয়।
একই সাথে পল্লী বিদ্যুতের সহযোগিতায় ইটাভাটা দুইটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। লাইসেন্স না হওয়া পর্যন্ত ইটভাটা দুইটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে দেবীগঞ্জ থানা পুলিশ, পল্লী বিদ্যুৎ এর সদস্য ও গ্রাম পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, দেবীগঞ্জের দীর্ঘদিন থেকে বেশ কিছু ইটভাটা লাইসেন্স ছাড়াই ইট তৈরী করছিলো। দুইটি ইটভাটা বন্ধ করে দেওয়া হলো। পর্যায়ক্রমে লাইসেন্স না থাকা সবগুলো ইটভাটা বন্ধ করে দেওয়া হবে।
পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ০৪(চার) ধারা লংঘন করে জেলা প্রশাসকের লাইসেন্স গ্রহণ ব্যতীত ইট প্রস্তুত করার অপরাধে ইটভাটা দুইটি বন্ধ করা হয়।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, মেসার্স এমএস ব্রিকস এর ২০১৭ ও মেসার্স কেএসবি ব্রিকস এর ২০১৩ সাল পর্যন্ত লাইসেন্স নবায়ন ছিল। এরপর থেকে ইটভাটা দুইটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে।