ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর এলাকায় কাভার্ডভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহতের ঘটনা ঘটেছে । নিহত ২ জন হলেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী ইফতেখার রহমান সায়েম (১৬) এবং অটোরিকশা চালক নুর জামান(৩৫)। আজ সোমবার(৩ মার্চ) আনুমানিক দুপুর ১ টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের বিছকিনি এলাকায় দিনাজপুরগামী একটি কাভার্ডভ্যান এর সাথে বিরামপুর কলেজ বাজার হতে চড়ারহাটগামী একটি ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ ঘটে।
উক্ত ঘটনায় ইজিবাইক চালক ও ইজিবাইকের যাত্রী একজন স্কুল ছাত্র গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ২ জনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ইফতেখার রহমান সায়েম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইজিবাইক চালকের অবস্থা গুরুতর হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক তাহাজুল ইসলাম। পরবর্তীতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইক চালক নুর জামান মারা যায়।
নিহত স্কুল ছাত্র ইফতেখার রহমান সায়েম এর পরিবার সূত্রে জানাযায়,সায়েম পড়ালেখায় একজন ভালো ছাত্র ছিলেন। পড়ালেখার প্রতি খুব মনোযোগী হওয়ায় তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল তার পরিবার। তার বাবা আনোয়ার হোসেন আন্দলগ্রাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।তার ছেলেকে ভালোভাবে পড়ালেখা করার জন্য বিরামপুর আদর্শ হাইস্কুলে ভর্তি করে দেন।আজ স্কুলে কোচিং শেষে বাড়ির উদ্দেশ্যে ইজিবাইকে যাওয়ার পথে কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন সায়েম।
নিহত ইফতেখার রহমান সায়েম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের সোনাকানি আন্দলগ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তার এই মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত ইজিবাইক চালক নুর জামান একি উপজেলার পুটিমারা ইউনিয়নের সাকোপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
বিরামপুর থানার উপপরিদর্শক মাজেদ আলী বলেন, সোমবার বিরামপুরে সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষার্থী ও একজন ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মেসার্স আনুস এন্টারপ্রাইজ এর ঢাকা মেট্রো-ট ১৮৬৪০৯ নাম্বারের একটি কাভার্ডভ্যান ও ইজিবাইকটি উদ্ধার করে থানায় পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
নিহত সায়েম ইসলামের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় তার লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর নিহত ইজিবাইক চালক নুরুজ্জামান হোসেনের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়ায় মরদেহের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।