Type Here to Get Search Results !

সরকারি কাজে বাধা প্রদান মামলার আসামি গ্রেফতার

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তার গায়ে হাত দেওয়া ও চাল বিতরণ কার্যক্রমে বাঁধা প্রদান মামলার ৩ নং আসামি রাকিবকে(২২) গ্রেফতার করেছে পুলিশ। 
শুক্রবার (২১ মার্চ) আনুমানিক বিকেল ৪ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার এসআই রফিকুল ইসলাম পৌর শহরের মাইক্রো স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি রাকিব উপজেলার দিওড় ইউনিয়নের শিয়ালা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। গত বুধবার(১৯ মার্চ) দিওড় ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ কালে দায়িত্বরত ট্যাগ অফিসার সমবায় কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা ও সরকারি কাজে বাঁধা প্রদান করায় সমবায় কর্মকর্তা মুহাম্মদ রকিবুল হাসান বিরামপুর থানায় একটি মামলার দায়ের করেন। উক্ত মামলার ৩ নম্বর আসামি রাকিবকে আজ শুক্রবার পৌরশহরের মাইক্রোস্টান্ড থেকে গ্রেফতার করা হয়েছে।সে পেশায় একজন মাইক্রো চালক। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, সরকারি কাজে বাঁধা প্রদান মামলার ৩ নম্বর আসামি রাকিবকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল আদালতে পাঠানো হবে।
বিভাগ