Type Here to Get Search Results !

তারুণ্যের ভাবনায় খানসামা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় "তারুণ্যের ভাবনায় খানসামা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা ও সংলাপ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এই আলোচনা সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা। উল্লেখ্য, এই আলোচনা সভায় চলমান পরিস্থিতি ও উপজেলার বিভিন্ন সমস্যা ও করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সমাজের ইতিবাচক পরিবর্তনে যুবসমাজ উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দেন।
বিভাগ