Type Here to Get Search Results !

সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে এক শিশুসহ তিন বাংলাদেশী আটক

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড়ে বাংলাদেশ ও ভারত সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে এক শিশুসহ একই পরিবারের তিন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (১৯ মার্চ) গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যটালিয়নের আওতাধীন পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। আটকরা হলেন, বোদা উপজেলার নন্দপাড়া নয়াদিঘী গ্রামের পরিতোষ কুমার (২৭), তার স্ত্রী রাধিকা রানী (২৪) ও তিন বছরের মেয়ে বৈষ্ণবী রানী। বিজিবি জানায়, বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্তের মেইন পিলার ৭৭৪ এর ৪ নং সাব পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে রাতের আধারে তারা ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেন, আড়াই মাস আগে দালাল চক্রের মাধ্যমে তারা অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন। ২০ হাজার টাকার চুক্তিতে দালাল চক্রের মাধ্যমেই আবার তারা বাংলাদেশে প্রবেশ করেন। তাদের কাছে দুটি মোবাইল ফোন, ভারতীয় দুই হাজার ৩০০ রুপি, বাংলাদেশী নগদ ২৭৮ টাকা উদ্ধার করা হয়। এ সময় দালাল চক্রের দুইন সদস্য পালিয়ে যায়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, এক শিশুসহ আটক দুই জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানোর হচ্ছে।। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, পরিতোষ কুমার ও তার স্ত্রী রাধিকা রানীকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। তাদের শিশুটিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের অন্য সদস্যদের কাছে দেওয়া হয়েছে। এছাড়া দালাল চক্রের পালিয়ে যাওয়া দুই জনকে আটকের চেষ্টা চলছে।
বিভাগ