Type Here to Get Search Results !

বোদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নজরুল ইসলাম, বোদা, (পঞ্চগড়) প্রতিনিধি :দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি,বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এই স্লোগান নিয়ে পঞ্চগড়ের বোদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। 
সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া.শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় দুর্যোগ মুহূর্তে কিভাবে প্রাণ ও ক্ষয়ক্ষতি রক্ষা করা যায় সে সম্পর্কে ধারণা প্রদর্শণ করেন বোদা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালীফ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির। এ সময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ , বোদা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ওয়্যার হাউস ইন্সেপেক্টর রায়হান ইসলাম,ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ শিষা ও নজরুল ইসলাম প্রধান।
বিভাগ