Type Here to Get Search Results !

পঞ্চগড় জেলা জামায়াতের সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড় জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন বলেছেন, পঞ্চগড়ে অনেক সমস্যার পাশাপাশি সম্ভাবনাও রয়েছে। সম্ভবনা কাজে লাগানো গেলে একটি উন্নয়ন ও সমৃদ্ধির আদর্শ জেলা রুপান্তরিত হবে। পঞ্চগড়ে থাকবে না সন্ত্রাসীদের দৌরাত্ম, চরিত্র বিধ্বংসী অশ্লীল কর্মকাণ্ড, মাদক সেবন, বিক্রি ও বিপণন, মাস্তানি, দখলদারিত্ব আর চাঁদাবাজি। উন্নত চিকিৎসা ব্যবস্থা ও উচ্চ শিক্ষা গ্রহণের সুবিধা মন্ডিত পঞ্চগড় হবে বসবাসযোগ্য। ভয়হীন, বৈষম্যমুক্ত, সবার জন্য কাজের সৃষ্টিকারী জেলা হবে ইনশাআল্লাহ।
পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান আগমন উপলক্ষ্যে সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমীর বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি বুধবার পঞ্চগড় চিনিকল মাঠের জনসভায় লক্ষাধিক মানুষের সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য দিবেন। এতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি রংপুর-দিনাজপুর অঞ্চলের দায়িত্বশীল নেতারাও উপস্থিত থাকবেন।
বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য আগামী দিনে কেমন বাংলাদেশ হবে এ নিয়ে নেতারা বক্তব্য দিবেন। জনসভার নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন সহ দলের পক্ষ থেকে শৃঙ্খলা কমিটি কাজ করবে। পরে তিনি গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমির মফিজ উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য আবুল বাশার, জেলা তারবিয়্যাত সেক্রেটারি শহীদ আল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি রাশেদ হাসানসহ জেলা ও পৌর জামায়াতসহ ছাত্র শিবিরের নেতারা উপস্থিত ছিলেন। এতে জেলায় কর্মরত অর্ধশত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
বিভাগ