Type Here to Get Search Results !

পঞ্চগড়ে ডেমোক্রেসি ওয়াচের সংবাদ সম্মেলন


নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ে গণতন্ত্র উৎসব উপলক্ষে ডেমোক্রেসি ওয়াচের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা শহরের ডোকরো পাড়া এলাকায় ডেমোক্রেসি ওয়াচের পঞ্চগড় জেলা অফিসে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের আয়োজনে এবং ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় গণতন্ত্র উৎসবে আগামী রবিবার দিনব্যাপী নানা আয়োজন ও এ উৎসবের উদ্দেশ্য তুলে ধরে জেলা নাগরিক প্লাটফর্মের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ডেমোক্রেসি ওয়াচের সদস্য হারুন অর রশিদ।
এসময় তিনি বলেন, ডেমোক্রেসি ওয়াচ সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং রূপান্তর কারিগরের সহায়তায় আস্থা প্রকল্পটি রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলায় বাস্তবায়ন করছে। এই গণতন্ত্র উৎসবের উদ্দেশ্য হচ্ছে শান্তি, সম্প্রীতি, সহনশীলতা, অহিংস সমাজ গঠন ও গণতন্ত্র চর্চার বিষয়বস্তুকে কেন্দ্র করে একটি সচতেনতা ক্যাম্পেইন আয়োজনের মাধ্যেমে যুব, তরুণ, আদিবাসি এবং পিছিয়ে পড়া জনগষ্ঠিকে সংবেদনশীল করা এবং পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা।
এই প্রেক্ষাপটে আগামী ২৩ ফেব্রুয়ারি পঞ্চগড় স্টেডিয়াম সংলগ্ন ভলিবল মাঠে গণতন্ত্র উৎসব অনুষ্ঠিত হবে।
এসময় ডেমোক্রেসি ওয়াচের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ, সদস্য নাজিম উদ্দীন, ডেমোক্রেসি ওয়াচের আস্থা প্রকল্পের ক্লাস্টার কো অর্ডিনেটর রেফায়ের আরা রিতু, নাগরিক কমিটির সদস্য আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।   
বিভাগ