ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : "এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে "উদ্ভাবনী ধারণা উপস্থাপন" প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ ঘটিকায় বিরামপুর উপজেলা পরিষদ ইন্ডোর স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান বিরামপুর সরকারি কলেজ,বিজুল দারুল হুদা কামিল স্নাতকোত্তর মাদ্রাসা, মুকুন্দপুর ফাজিল স্নাতক মাদ্রাসা, বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ হাইস্কুল, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, রামকৃষ্ণপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়,শীবপুর উচ্চ বিদ্যালয়,বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়, বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসা।
অনুষ্ঠানটিতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিরামপুর উপজেলা সহকারী প্রোগ্রামার পাপিয়া নাছরিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা তথ্য আপা সূবর্ণা সুমাইয়া।
উদ্ভাবনী ধারণা উপস্থাপন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন বিরামপুর সরকারি কলেজ এবং ২য় স্থান অধিকার করে রামকৃষ্ণপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়। এছাড়াও ৩য় স্থান অধিকার করেন বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়।