আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটির উপলক্ষে কর্মসূচির প্রথম প্রহরে রাত ১২ এক মিনিটে উপজেলা পরিষদের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প স্তবক অর্পণ করেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছা সেবক দল, কৃষক দল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাহারোল থানা, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,বিভিন্ন এনজিও, ব্যাংক বিমা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে পৃথক পৃথক ভাবে শহীদ মিনারে পুষ্পা স্তবক অর্পণ করা হয়।