চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলা চিলাহাটি রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত বিল্ডিং এর ইট লেবার দিয়ে খুলে নিয়ে যাচ্ছে বুকিং সহকারী। সাংবাদিকরা ছবি তুলতে গেলে ওই বুকিং সহকারী তাদের উপর চড়াও হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
জানা গেছে- উত্তরের সীমান্তবর্তী এলাকা নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনের পিছনে একটি পরিত্যক্ত বিল্ডিং এর ইট নিজে দাঁড়িয়ে থেকে খুলে নিচ্ছে ওই স্টেশনের বুকিং সহকারী নাসির উদ্দিন সাগর।
খবর পেয়ে সাংবাদিকরা সেখানে ছবি তুলতে গেলে ওই বুকিং সহকারী সাংবাদিকদের উপর চড়াও অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বলে আমি সরকারি লোক সরকারি ইট খুলছি তাতে তোদের কি? আর এখানে আমি ৫-৭ বছর থেকে আছি।
অথচ সরকারি বিল্ডিং কিংবা ব্যবস্থাপনা ভাঙতে গেলে উদ্বোধন কর্তৃপক্ষের চিঠির প্রয়োজন হয়। তিনি নাকি মোবাইলে আলোচনা সাপেক্ষে এটি ভাঙছে।
বিষয়টি রেলওয়ে নিরাপত্তা বাহিনী চিলাহাটি ইউনিট ইনচার্জ এএসআই সেলিম মোল্লাকে জানানো হলেও তিনি বলেন এ বিষয়ে আমি কিছু জানি না।
এ ব্যাপারে জানতে চাইলে রেলওয়ে পার্বতীপুর আই ডব্লিউ রাজা আলী শেখ বলেন- দুপুর বারোটার সময় চিলাহাটি বুকিং সহকারী সাগর আমাকে বলেছেন ইটগুলো সবাই খুলে নিয়ে যাচ্ছে, তাই আমি এগুলো ভেঙে আমার আয়ত্তে রাখছি।
শুধী মহল জানায়- চুরির ব্যাপারটা দেখবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। আর পরিত্যক্ত বিল্ডিং ভাঙ্গার ঠিকাদারি কি বুকিং সহকারীর?