Type Here to Get Search Results !

৪৫ হাজার টাকার ইয়াবা উদ্ধার আটক- ২


ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে মাদক ব্যবসায়ীর গেঞ্জির বুক পকেট থেকে ৪৫ হাজার টাকার ১৫০ পিস মিথাইল এ্যামফিটামিন যুক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ দাউদপুর এলাকার মকবুল মোল্লার ছেলে মোকলেছার রহমান(৩৭) ও মৃত জমির মোল্লার ছেলে মিনহাজুল ইসলাম (৩৫)। শনিবার (২২ফেব্রুয়ারী) আনুমানিক দুপুর ১২ ঘটিকায় বিরামপুর কাটলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হরিহরপুর এলাকায় আসামীদের দেহ তল্লাশী করে দুই জনের কাছ থেকে ১৫ গ্রাম মিথাইল এ্যামফিটামিন যুক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। এছাড়াও আসামিদের নিকট হতে একটি সিলভার রংয়ের পুরাতন Apache (RTR)-150 cc,যাহার রেজিঃ নং-নাটোর-ল-১১-১১৪০, জব্দ করা হয়েছে।যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।
দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক হাসিবুল হাসান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর হইতে একটি মোটর সাইকেলে ২ জন মাদক ব্যবসায়ী মিথাইল এ্যামফিটামিন যুক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে বিরামপুর আসিবে।
উক্ত সংবাদের ভিত্তিতে আসামিদ্বয় হরিহরপুর গ্রামে আসিলে সিগনাল দিয়ে মোটর সাইকেলটির গতিরোধ পূর্বক ঘেরাও করি। তাদের দেহ তল্লাশি করে মোকলেছার রহমানের গেঞ্জির বাম পাশের বুক পকেট হতে ১০০ পিস ১০ গ্রাম ওজনের এবং মিনহাজুল ইসলামের গেঞ্জির বাম পাশের বুক পকেট হতে ৫০ পিস ৫ গ্রাম ওজনের মিথাইল এ্যামফিটামিন যুক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পলিথিন কাগজ দ্বারা মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।
এসময় তাঁদের নিকট থেকে পুরাতন সিলভার রংয়ের একটি Apache (RTR)-150cc যাহার রেজিঃ নং-নাটোর-ল-১১-১১৪০, জব্দ করা হয়েছে। আসামিদের নিকট হতে উদ্ধারকৃত মোট আলামতের মূল্য ১ লক্ষ ৯৫ হাজার টাকা। 
এবিষয়ে বিরামপুর থানার উপ-পরিদর্শক হানিফ উদ্দিন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয় কর্তৃক আটককৃত ২ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
আসামিদের আগামীকাল রোববার দিনাজপুর আদালতে পাঠানো হবে।
বিভাগ