Type Here to Get Search Results !

পঞ্চগড়ের আটোয়ারীতে পরিত্যাক্ত অবস্থায় গ্রেনেড সাদৃশ্য বস্তু উদ্ধার

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সেতুর নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সাদৃশ্য একটি বিস্ফোরক বস্তু পাওয়া গেছে। 
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ফকিরগঞ্জ-তোড়িয়া বাজার সড়কের নিতুপাড়া এলাকায় বড় সিঙ্গিয়া নদীর সেতুর নীচে পরিত্যক্ত অবস্থায় ওই বিস্ফোরক দ্রব্যটি উদ্ধার করা হয়। পরে আটোয়ারী থানা পুলিশকে খবর দিলে গ্রেনেড সদৃশ্য বিস্ফোরক বস্তুটি উদ্ধার করে বালতির পানিতে ডুবিয়ে রাখা হয়।
বস্তুটি নিষ্ক্রিয় করতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈয়দপুর সেনানিবাসের বোম্ব ডিস্পোজাল ইউনিটের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে তোড়িয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নির্মল কুমার দেব জানান, বড় সিঙ্গিয়া সেতুর নীচে মাছ ধরার জন্য পানি সেচার কাজ করছিলেন স্থানীয়রা। এসময় কাঁদা পানি থেকে একটি লোহার একটি বস্তু স্থানীয়দের হাতে উঠে আসে।
পরে গ্রেনেড সদৃশ্য বিস্ফোরক মনে করে তারা পুলিশে খবর দেয়। পরে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেড সাদৃশ্য ওই বিস্ফোরক দ্রব্যটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি গ্রেনেড সদৃশ্য বিস্ফোরক বস্তু। এটি সম্ভবত ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত হয়েছিল।
বস্তুটি উদ্ধার করে বালতির পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। সেনাবাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছে এটি ধ্বংসের জন্য।
বিভাগ