Type Here to Get Search Results !

পলাশবাড়ী ৯২ ব্যাচ এর বিদেহী আত্বার দোয়া অনুষ্ঠান

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার পলাশবাড়ী ও পাশ্ববত্তী এসএসসি ব্যাচ ৯২ বন্ধু ফোরামের সদস্য বন্ধুদের মৃত্যুতে দোয় অনুষ্ঠিত হয়। ৯ ফ্রেরুয়ারী রোববার বিকালে সুতি মাহমুদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে বন্ধু ফোরামের এডমিন প্রফেসর ড: শাহিদুল চৌধুরী গোলাপ এর সভাপতিত্ব ও সদস্য সচিব ফারুকুল ইসলাম ফটিক এর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্ধু ফোরামের সদস্য মোশফেকুর রহমান রিপন, আজাদুল আকান্দ, জয়নাল আবেদীন জুয়েল, আব্দুল মতিন,শাহিন, আনিছুর, আসাদ, রেজাউল,সোহেল, টিটুল, বাবলু, মজনু, ময়নুল, রেজাউল করিম, রব্বানী বিপুল,নাহিদ রোমেল, প্রমুখ। আলোচনায় বন্ধুরা নিহত পরিবারের পাশ্বে থেকে তাদের পরিবারের দ্বায় দায়ীত্ব নেয়ার সিধান্ত গৃহিত হয়। নিহত বন্ধুরা হলেন,লাখু,মুকুল,সন্তেষ,শহিদুল,মমিনুর,আব্দুর রাজ্জাক রাজ্জক ও ছামসুলের বিদেয়ী আত্বার মাহফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান হয়। দোয়া শেষে তবারক বিতারন করা হয়।
বিভাগ