শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার ইনুয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের ৫ জন অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার সময় বিজিবি সদস্যরা ৫ জন কে গ্রেফতার করেছে।
জানা গেছে ঐই গ্রামের রবি চন্দ্র রায় (৪৫), নিদুল বেওয়া (৫৬), কবিতা রাণী (৩৮), অন্তর চন্দ্র রায় (২১) ও অপু রাণী রায় (১৬) পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় শনিবার ভোর সকালে চাঁন্দের হাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে গ্রেফতার করেন। এ ব্যাপারে শনিবার পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।