Type Here to Get Search Results !

পীরগঞ্জ থানায় আইন শৃঙ্খলা শীর্ষক আলোচনা সভা

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ থানা চত্বরে আইন শৃঙ্খলা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ টায় পৌর এলাকা সহ ১০ টি ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যে থানা পুলিশ নানা কৌশল ও পদক্ষেপ গ্রহন করেন। থানা অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলামের আহবানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ছাত্র— জনতা, সংবাদকমীর্ ও সুশীল সমাজ সভায় অংশ নেয়। পীরগঞ্জ থানাকে অপরাধ মুক্ত করা, জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করা ও আইন শৃঙ্খলা স্বাভাবিক পর্যায়ে রাখার জন্যে সভায় আলোচকরা পরামর্শ দেন। ওই সময় উপজেলা জামায়েত ইসলামী আমীর মোঃ বাবলুর রশিদ, উপজেলা যুবদল সভাপতি মোঃ নজমুল হুদা মিঠু, সাধারণ সম্পাদক মোঃ দিদারুল ইসলাম রানা, পীরগঞ্জ থানা সেকেন্ড অফিসার এস.আই আব্দুল হালিম খাঁন, উপজেলা সিপিবি পার্টির উপজেলা সভাপতি প্রভাত মোঃ সমির শাহাজাহান আলম, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মতূর্জা, সিপিবি‘র নেতা মোঃ আব্দুল মোমিন, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, ছাত্র ইউনিয়নের সাবেক পীরগঞ্জ সভাপতি মোঃ সিহাব, দৈনিক জনকণ্ঠ পীরগঞ্জ প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন, সাংবাদিক শেখ সমশের আলী, প্রমূখ। আলোচকরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম কে সার্বিক সহযোগীতা করার প্রতিশ্রুতি।
বিভাগ