স্টাফ রিপোর্টার : রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন পার্বতীপুর প্রধান কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। নব নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল আজিজ (পলাশ)।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, সাবেক পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, দিনাজপুর পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক রজব আলী, মিজানুর রহমান সিয়াম, আরমান আলী ও রবিউল ইসলাম বাবু।
নব নির্বাচিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি-আতাউর রহমান (আতু),সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ রানা, অর্থ সম্পাদক আব্দুল্লাহ সরকার, দপ্তর সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সড়ক সম্পাদক রামু রায় চুলাই, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মাজেদুল হক; কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান ও রাজন।